পৃথিবী টিকে থাকার জন্য মানুষের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী
আজ দুপুরে বিটিভির চট্টগ্রাম কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় বক্তব্য রেখেছেন হাছান মাহমুদ বিটিভির চট্টগ্রাম কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় বক্তব্য রেখেছেন হাছান মাহমুদনগরের বাসিন্দারা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে শহর কখনও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব নয় বলে





জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।তিনি বলেন, ঢাকা শহরের দুই কোটি মানুষ এবং চট্টগ্রাম শহরের প্রায় ৮০ লাখ মানুষ যদি মনে করেন- আমি যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলবো, পরিচ্ছন্নতাকর্মীরা পরিষ্কার করবেন। তাহলে শহর কখনও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে না। তাই ময়লা-আবর্জনা ফেলার ক্ষেত্রে নগরবাসীকে সচেতন হতে হবে।





আজ শনিবার (০৫ জুন) দুপুরে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অ’তিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, আজ মানুষ নিজেকে পৃথিবীর অধিপতি মনে করছেন। সে কারণে মানুষ প্রকৃতিকে নিজের প্রয়োজনে ব্যবহার করছেন। নিজের প্রয়োজনে যাচ্ছেতাইভাবে ব্যবহার করায় মানুষ





অনুভব করছেন প্রকৃতি বৈরী হলে কেমন হয়। সেজন্য পরিবেশ বিজ্ঞানের ছাত্র ও পরিবেশকর্মী হিসেবে সবার প্রতি অনুরোধ জানাই, প্রত্যেকেই তিনটি করে গাছ লাগাই। এটি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার স্লোগান। একই সঙ্গে নিজের প্রয়োজনে পরিবেশ-প্রকৃতিকে সংরক্ষণ করি। তাহলেই মানুষ এই পৃথিবীতে টিকে থাকবে।তিনি আরও বলেন, রাজনীতিবিদের দায়িত্ব হচ্ছে





মানুষকে ভালো অভ্যাসগুলো জানানো এবং শেখানো। সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই, আসুন যারা পরিবেশ ধ্বংস করে, প্রকৃতির বি’রুদ্ধে কাজ করে প্রকৃতিকে ধ্বংস করে তাদের বি’রুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াই।এ সময় তথ্যমন্ত্রী বলেন, মানুষের টিকে থাকার জন্য পৃথিবী দরকার। কিন্তু পৃথিবী টিকে থাকার জন্য মানুষের প্রয়োজন নেই। আম’রা যেভাবে পরিবেশ-প্রকৃতিকে ধ্বংস করছি, বলতে গেলে আমাদের অস্তিত্ব ধ্বংস করে ফেলছি। কাজেই নিজের প্রয়োজনে পরিবেশ-প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে।




