জামা-জুতা-ব্যাগ কিনতে যত টাকা করে পাবে শিক্ষার্থীরা
দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল ব্যাগ, জামা ও জুতা (কিট অ্যালাউন্স) কিনতে টাকা পাবে। এজন্য ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি শিক্ষার্থীর জন্য বছরের শুরুতে কিট অ্যালাউন্স বাবদ প্রাথমিকভাবে ১ হাজার টাকা ও উপবৃত্তির মাসিক হার ১০০ টাকার পরিবর্তে ১৫০ টাকা করা হয়েছে।





এজন্য বর্তমান অর্থবছরে ৩ হাজার ৭১২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যার মধ্যে ১ হাজার ২০০ কোটি টাকা কিট অ্যালাউন্স বাবদ ও অবশিষ্ট টাকা উপবৃত্তি বাবদ ব্যয় হবে।ডিজিটাল পদ্ধতিতে উপকারভোগী শিক্ষার্থীর মায়েদের অভিভাবকদের মোবাইল অ্যাকাউন্টে উপবৃত্তির অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষা খাতে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ২৬ হাজার ৩১১ কোটি টাকা।আরও পড়ুন=অল ইংলিশ ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কিছুদিন আগেই ইউরোপসেরা হয়েছে চেলসি। শুধু তাই নয়, গত কয়েক মাস ধরে দুর্দান্ত খেলছে দলটি।





বদলে যাওয়া এই চেলসির মূল কারিগর হচ্ছেন কোচ টমাস টুখেল।চ্যাম্পিয়নস লিগ জেতা ও দলকে নতুনভাবে সাজানোর পুরস্কার পেলেন টুখেল। তার সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছে ব্লুজরাগত জানুয়ারিতে এই জার্মান কোচ দায়িত্ব নেওয়ার সময় লিগে ৯ নম্বরে ছিল চেলসি। সেই দলটিই শীর্ষ চারে থেকে লিগ শেষ করার পাশাপাশি ম্যানসিটিকে হারিয়ে জেতে চ্যাম্পিয়নস লিগ।




