ইসরাইলে হামাসের রকেট হামলায় নিহত ১
ইসরাইলের রামাত গান শহরে হামাসের রকেট হামলায় এক ইসরাইলি নিহত হয়েছেন।





শনিবার (১৫ মে) বিকেলে ৩০টি রকেট ছুঁড়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।





এই হামলায় ইহুদিবাদী ইসরাইলের মধ্যাঞ্চলীয় রামাত গান শহরে ওই ইসরাইলি নিহত হন।
গাজার শাতি শরণার্থী শিবিরে ইসরাইলের হামলায় অন্তত আট শিশু ও দুই মহিলা নিহত হওয়ার পর হামাস এই হামলা প্রথম চালালো। আরব-ইসরাইল শহর তাইবে এবং পশ্চিম তীরের রামাল্লাহ ও তুলকারেম শহরেও হামাস রকেট হামলা চালায়।





উল্লেখ্য, ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধের ৬ষ্ঠ দিনে হামাস জোরালো হামলা চালিয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে শনিবার সকাল সাতটা পর্যন্ত প্রায় ২০০ রকেট ছুঁড়েছে তারা।
বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, মে ১৬, ২০২১