ধুমধাম করে এক সাথে দুই প্রেমিকাকে বিয়ে করল যুবক
বিয়ে, একটি বৈধ ও ধর্মসম্মত অনুষ্ঠান যেখানে পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করার শপথ নেয় তত দিনের জন্য, যত দিন না মৃত্যু এসে তাদের আলাদা করে। তবে মুদ্রার উল্টা পিঠও আছে।





নতুন খবর হচ্ছে, দু’জন প্রেমিকাই ভালোবাসেন তাকে। কেউই ছেড়ে যেতে চান না প্রেমিককে। এতে বাধ্য হয়ে এক সাথে দুই প্রেমিকাকে একই মণ্ডপে বিয়ে করলেন যুবক।





এই বিয়ের আগে তিন জনের নাম–পরিচয় দিয়ে কার্ড ছাপিয়ে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীকে নিমন্ত্রণ জানানো হয়। ভারতের ছত্তিশগড়ে সম্প্রতি এমনই এক বিরল ঘটনা ঘটে।




