পাঁচ মাসে পবিত্র কুরআনের হাফেজ হাসান মাহমুদ
রাজবাড়ীর পাংশা পৌর শহরের সরদার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত আজিজপুর রশীদিয়া কাওমিয়া মাদ্রাসার শিক্ষার্থী মো. হাসান মাহমুদ আল্লাহর অশেষ রহমতে মাত্র ৪ মাস ২৬ দিন অর্থাৎ ১৪৬ দিনে পবিত্র কুরআন শরীফের ৩০টি পারা, ৬,৬৬৬ আয়াত মুখস্ত করে হাফেজ
হয়েছেন। হাফেজ হাসান মাহমুদ পাংশা পৌর শহরের পারনারায়নপুর গ্রামের মো. মিঠু শেখের ছেলে। বুধবার (৩১ মার্চ) রাতে আজিজপুর রশীদিয়া কওমিয়া মাদ্রাসার ২০তম বাৎসরিক মাহফিলে ২ বছরে ওই প্রতিষ্ঠান থেকে হাফেজ হওয়া ২৭ জন ছাত্রকে পাগড়ী প্রদান করা হয়েছে।





এ ২৭ জনের মধ্যে ৪ জন অত্যান্ত মেধাবী তাদের মধ্যে হাসান মাহমুদ মাত্র ৪ মাস ২৬ দিন, আব্দুল খালেক ৭ মাস ৯দিন, ইমরোজ হুসাইন ৭ মাস ১৫ দিন ও আব্দুল্লাহ আল আজিম মাত্র ৯ সাসে পবিত্র কুরআন শরীফ মুখস্ত করে হাফেজ হয়েছে। ২০তম বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলে হাজার হাজার মানুষের সামনে ২৭ জন হাফেজে কুরআনকে পাগড়ী পড়িয়ে দেন মাহফিলের প্রধান অতিথি চরমোনাই পীর সাহেবের খলিফা মড়ল গঞ্জের পীর সাহেব আলহাজ্ব মাওলানা আব্দুল মজিদ, মাহফিলে বিশেষ অতিথি ছিলেন তরুন বক্তা কলরব শিল্পী গোষ্ঠীর নির্বাহী পরিচালক





হাফেজ মাওলানা মুফতী সাইদ আহমাদ, আলহাজ্ব মাওলানা মো. আব্দুর রাজ্জাক। মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব মো. মোজাম্মেল হক মিয়া। সার্বিক পরিচালনায় ছিলেন- আজিজপুর রশীদিয়া কওমিয়া মাদ্রাসার মোহতামীম মো. ইয়াছিন আলী বিশ্বাস, নায়েবে মুহতামীম মাওলানা মো.





আব্দুল আলীম, মাদ্রাসার বাৎসরিক আয় ব্যায়ের হিসাব প্রদান করেন মাদ্রাসা পরিচালনা কমিটির ক্যাশিয়ার মো. মোস্তাফিজুর রহমান। এইদ্বীনি প্রতিষ্ঠানটি সুন্দর ভাবে পরিচালিত হয়ে আসছে, সুনামের সাথে,প্রতিষ্ঠানে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৩শত এই প্রতিষ্ঠানটি চলে ব্যক্তি





দানের উপর নির্ভর করে, মাদ্রাসায় নতুন ভবনের কাজ চলছে সকলকে সহযোগীতার হাত বাড়ীয়ে দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে এ তাফসীরুল কুরআন মাহফিল থেকে।