ভাল তরমুজ কিভাবে চিনবেন?
গরমকালে তরমুজ না খাইলে কি আর চলে! ভাল তরমুজ কিভাবে চিনবেন? তরমুজ কেনার সময় কয়েকটি বিষয় খেয়াল করবেন।





১। হলুদাভ ফিল্ড স্পট আছে এমন তরমুজ কিনবেন।
২।ডেনসিটি বেশি মানে সাইজের তুলনায় ওজন বেশি এমন তরমুজ কিনবেন।
৩। তরমুজের গায়ে বাদামী বর্ণের জালিকা থাকলে কিনবেন





৪। সিমেট্রিকাল সাইজ শেপ দেখে কিনবেন।
৫। ক্ষত, ডিপ্রেসড থাকলে কিনবেন না।