রফিকুল ইসলাম মাদানীকে ছেড়ে দিয়ে পুলিশ নিজের ইজ্জত রক্ষার চেষ্টা করলো
পুলিশ নিজের ইজ্জত রক্ষার চেষ্টা করলো





রফিকুল ইসলাম সাহেব কে পুলিশ ছেড়ে দিয়েছে কিন্তু ওনাকে গ্রেফতার করার সময় পুলিশের যে বাহাদুরি দেখলাম, তাতে খুব লজ্জা লাগলো আমার।





ওনাকে ছেড়ে দিয়ে মনে হয় পুলিশ তাদের ইজ্জত বাচানোর চেষ্টা করলো। কিন্তু ঐ পুলিশের লজ্জা ছিলো বলে মনে হয়না। যদি হতো তাহলে কিভাবে ওনার মতো শারীরিক গঠনের একজন আলেমকে গ্রেফতার করে? গ্রেফতার করলো!! এই হলো আমাদের বাহিনী।
এরা নিজের দেশের ইজ্জত কিভাবে রক্ষা করবে জানিনা।





মাওলানা রফিকুল ইসলাম সাহেব শারীরিক সাইজে ছোট। তিনি আল্লাহর ইচ্ছায় এরকম গঠনের হয়েছেন। এমন কিছু কথা আছে, যে গুলো সিনিয়র স্কলারদের জবানে বেশী মানানসই হয়।





বয়স এবং গঠনের কারণে ওনার কিছু কিছু হক কথা ও কারো কারো নিকট কিছুটা কম গুরুত্ব পায়। আল্লাহ ওনাকে ভালো রাখুন। ফেসবুক পোষ্ট- মাওলানা ফখরুদ্দিন আহমেদ ২৫/৩/২১