শবে বরাতের ছুটি পাল্টে গেল
জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৪৪২ হিজরি সালের পবিত্র শবে বরাত পালিত হবে ২৯ মার্চ দিবাগত রাতে।শবে বরাতের পরের দিন সরকারি ছুটি থাকে। তবে ২০২১ সালের সরকারি ছুটির তালিকায় ২৯ মার্চ শবে বরাতের ছুটি নির্দেশিত করা





আছে। রোববার (২১ মার্চ) সে বিষয়টি পুনঃনির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ মার্চ পবিত্র শবে বরাতের ছুটি ঘোষণা করেছে সরকার।সচিবালয় সূত্রে এতথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।শিগগিরই চিঠি ইস্যু করা হবে। এর আগে গত ১৪ মার্চ সন্ধ্যায়





জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে শবে বরাতের তারিখ ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক





খান। সভা শেষে জানানো হয়, ১৪ মার্চ সন্ধ্যায় দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য ১৫ মার্চ রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। ১৬ মার্চ থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৯ মার্চ সোমবার





দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।




