Breaking News

ইসলাম শান্তির ধর্ম : ডা. জাফরুল্লাহ

ই’স’লা’ম শিক্ষা দেয় যে আল্লাহ দয়ালু, করুনাময়, এক ও অদ্বিতীয়। ই’স’লা’ম মানব জাতিকে সঠিক পথ দেখায়। ই’স’লা’মী বিশ্বা’স অনুসারে, আদম হতে শুরু করে আল্লাহ্ প্রেরিত সকল নবী ই’স’লা’মের বাণীই প্রচার করে গেছেন।

নতুন খবর হচ্ছে, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বক্তবে বলেছেন, ই’স’লা’ম শান্তির ধ’র্ম। হেফাজত সুনামগঞ্জ হিন্দু বাড়ি আক্রমণ করেছে এটা সঠিক কাজ না। আমাদের রসুল খোদার সৃষ্ট কোনো প্রা’ণীকে মা’রার বা ধ’রার

অধিকার দেয় নাই। আমাদের সহনশীল হলো ই’স’লা’ম। এজন্য আপনারা আলীম ওলামা’রা কাজ করতে হবে।

বৃহস্পতিবার মা’রকাজুত তাহফিজ ফাউন্ডেশন কর্তৃক ১০ম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা গ্র্যান্ডফিনাল মাহফিলে অ’তিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন।

Check Also

ধর্ম যার যার উৎসবও তার তার : সুজানা জাফর

একসময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী সুজানা জাফর তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, অন্য ধর্মের অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো, অংশগ্রহণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *