কোন হিন্দুর বুকের পাটা নেই ইসলাম অবমাননা করারঃ তসলিমা নাসরিন!
সময়ের সেরা আলোচিত নাম তসলিমা নাজরিন। হেফাজতে ইসলামের মামুনুল হককে নিয়ে অশালীন পোস্ট দেওয়ার অভিযোগে ঝুমন দাসকে গ্রে’ফতার করেছে পুলিশ। সেই বিষয়ে মুখ খুলেছেন তসলিমা।





তিনি বলেন, নাসিরনগরে হা’ম’লার এক বছরের মধ্যে রংপুরের গ’ঙ্গাচড়াতেও এমন ঘ’টনা ঘটে। একই কায়দায় টিটু রায়ের বি’রুদ্ধে অভিযোগ করা হয়েছিল, টিটু রায় নাকি ফেসবুকে ইসলাম অবমাননা করেছে, অমনি উত্তেজিত মুসলমান হিন্দুপাড়ায় গিয়ে যত বাড়িঘর মন্দির ছিল, সব ধ্বং’স করে দিয়েছে।





টিটু রায় গঙ্গাচড়ায় ছিলেন না, ছিলেন নারায়ণগঞ্জে। তাঁকে পরে নীলফামারী থেকে গ্রে’ফতার করা হয়। লেখাপড়া-না-জানা নির্দোষ টিটু রায় এখন কোথায় আছেন, আদৌ বেঁচে আছেন কি না কে জানে। বাংলাদেশে বসে কোনও হিন্দুর যে বুকের পাটা নেই ইসলাম অবমাননা করার-সে সবাই জানে।




