বোরকা পরেও রক্ষা পেলেন না যুবক
বোরকা পরেও রক্ষা পেলেন না মাদক কারবারি ইমরান (২৫)। বুধবার (১৭ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা বিশ্বরোড মোড় থেকে ফেনসিডিলসহ তাকে আটক করে পুলিশ। এসয় তার সাথে থাকা মো. সবুজ (২০)





নামে আরও এক যুবককে আটক করা হয়। আটক ইমরান নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের মোড়াপাড়ার মৃত জুয়েল মিয়ার ছেলে। অপর দিকে মো. সবুজ একই এলাকার মৃত শরীফ মিয়ার ছেলে। পুলিশ জানায়, বাসে ওঠার জন্য বেগ নিয়ে বোরকা পরিহিত একা





নারীসহ এক যুবক বাস কাউন্টারের সামনে অপেক্ষা করছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের পুলিশ তল্লাশি চালায়। এসময় বোরকা পরিহিতা নারীর নেকাব খুলতেই মুখ ভর্তি দাড়ি দেখে তাদের আটক করে। তাদের কাছ থেকে ৭৯ বোতল ফেনসিডিল জব্দ





করে পুলিশ। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজি শাখাওয়াত হোসেন বলেন, ‘বোরকা পরিহিত ইমরানের শরীরের ফিটিং করা ৪৩ বোতল ও সবুজের ব্যাগে ৩৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি





চলছে।’