শিক্ষককে বিয়ে করলেন অভিনেত্রী মিম মানতাসা
মডেল-অভিনেত্রী ও সাবেক লাক্স-চ্যানেল আই সুপারস্টার মিম মানতাসা বিয়ে করেছেন। শুক্রবার (১২ মার্চ) রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় তার আকদ্ এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে যেখানে মিমের পারিবারিক সদস্যদের বাইরে মিডিয়ার তেমন কেউই ছিলেন না।





এমনকি বিয়ের খবরের বিষয়ে নিশ্চিত হতে ফোন করা হলেও, তিনি এই বিষয়ে এখনই মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।২০১৮ সালের এই লাক্স সুপারস্টার-বিজয়ীর বর পেশায় শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। জানা যায়নি, বরের সঠিক নাম।





শিক্ষককে বিয়ে করলেন অভিনেত্রী মিম মানতাসা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী মিম মানতাসা। লাক্স সুপারস্টার হিসেবে ২০১৮ সালে মুকুট জয়ের পর মডেলিংয়ের পাশাপাশি নাটকেও অভিনয় করছেন নিয়মিত। গত বছর বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘জাল’ নামের একটি ৮ পর্বের ওয়েব সিরিজে অভিনয় করেন মিম।




