বনি বিজেপিতে, মা আর প্রেমিকা তৃণমূলে
গুঞ্জন সত্যি করে অবশেষে বিজেপিতেই যোগ দিলেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত। অথচ দুদিন আগেই এই নায়ক সংমাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি কোনো দলে যোগ দিচ্ছেন না, মমতা দিদির পাশেই থাকবেন। অথচ মুখের সেই কথা বাসি না হতেই বুধবার গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন বনি সেনগুপ্ত।





এদিকে এই অভিনেতার মা পিয়া সেনগুপ্ত সম্প্রতি যোগ দিয়েছেন মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে। প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায় একই দলের কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। বনি নিজেও এতদিন এই দলের সমর্থক ছিলেন। বিভিন্ন সময়ে মমতার পক্ষে প্রচারে অংশ নিয়েছেন।





সেই তৃণমূল ছেড়ে এবার তিনি যোগ দিলেন বিজেপিতে। যেখানে তার মা ও প্রেমিকা বিরোধী দলে। কী প্রভাব পড়বে পরিবারে। প্রেমিকা কৌশানী এখনো কিছু না বললেও বনির মা জানান, ‘যাবতীয় বিরোধিতা রাজনীতির মঞ্চেই তোলা থাকবে। অন্তত মা-ছেলের সম্পর্কে এর কোনো প্রভাব পড়বে না।’





কিন্তু হঠাৎ কেন দলবদলের সিদ্ধান্ত নিলেন বনি? নায়কের মা পিয়া সেনগুপ্তের মতে, ‘ছেলে বড় হয়েছে। তার নিজস্ব মতামত তৈরি হয়েছে। সেই জায়গা থেকেই হয়তো সে এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে কলকাতার বাইরে আছি। পরশু ফিরছি কলকাতায়। তারপর কথা হবে বনির সঙ্গে। তখনই জানতে পারব আসল কারণ।’




