ঝড়ের কবলে প্লেন, আল্লাহর নামে জিকির করতে করতে নিরাপদে নামলেন সবাই
শনিবার (৬ মার্চ) সন্ধ্যারাতে সিলেট ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হয়েছে বজ্রঝড়।এতে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও সে ঝড়ের কবলে পড়ে ঢাকা থেকে সিলেটমুখী একটি ফ্লাইট। ফ্লাইটটি ছিলো নভোএয়ারের।ফ্লাইটের যাত্রীরা





জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে নভোএয়ারের BQ 987 ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে উড়াল দেয়।উড্ডয়নের ১৫ মিনিট পরই শুরু হয় ঝড়। এতে প্লেনটিতে





তীব্র ঝাঁকুনি শুরু হয়। প্রায় ৮ মিনিট এরকম ঝাঁকুনি ছিলো। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।ভয়ে যাত্রীরা চিৎকার শুরু করেন। অনেকে আল্লাহর নামে জিকির করতে থাকেন।তবে কোনো বিপদ ছাড়াই উড়াজাহাজটি ওসমানী বিমানবন্দরে অবতরণের





খবর পাওয়া গেছে। এই ফ্লাইটে জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক জুনিয়রসহ ৬৪ জন যাত্রী ছিলেন।




