সেলিব্রিটিদের মারামারি ইস্যুতে মুখ খুলেন সানী

ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। বিভিন্ন ইস্যুতে নিজের মতামত তুলে ধরেন পর্দার এই নায়ক। এবার গণমাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দ্রব্যমূল্যেকে কেন্দ্র করে স্ট্যাটাস ও সেলিব্রিটি ক্রিকেট লিগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কথা বলেছেন। সম্প্রতি তিনি সেলিব্রিটি ক্রিকেট লিগে ঘটে যাওয়া মারামারির ঘটনায় মুখ খুলেছেন।

বাজার নিয়ে স্ট্যাটাস দিয়ে বিতর্কিত হয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে ওমর সানি বলেন, বিতর্কিত নয়, আলোচনা হয়েছে। আমি ১৮ কোটি মানুষের কথা বলেছি। আমি তোমার কথা বলেছি, পেছনে যারা আছেন তাদের কথা বলেছি, ডানে যারা আছেন তাদের কথা বলেছি, বাঁয়ে যারা আছেন তাদের কথাও বলেছি।

তিনি আরও বলেন, আমি সমাজের কথা বলতে চাই। আলোচিত হওয়ার জন্য নয়। বাংলাদেশে আমাকে পরিচিত করার জন্য কি কোনো পৈতা লাগবে? সারাদেশে মানুষ আমাকে ৩১ বছর ধরে দেখে। আমাকে সবাই চেনে, সবাই জানে। আর ভাইরাল শব্দের সঙ্গে আমরা জড়িত না। আমরা এগুলো পার করে এসেছি।এগুলো যারা কাক-পক্ষী তারা করে। আমরা কেন ভাইরাল হব। এক সময় বাংলাদেশের ১ নম্বর হিরো ছিলাম। আমার চাওয়া পাওয়ার কিছু নেই।

সেলিব্রিটি ক্রিকেট লিগে আপনি ও আপনার পরিবার নেই কেন–এমন প্রশ্নের জবাবে এই অভিনেতা বলেন, কয়জন আছে? আমি নেই, এতেই আমি খুশি। ১০ বা পাঁচ দিন আগ পর্যন্ত ভাবতাম থাকলে ভালো হতো। এখন ভাবছি- আল্লাহ বাঁচাইছে।

প্রসঙ্গত, ম্যাচটিতে মোস্তফা কামাল রাজের ‘গিগাবাইট স্কোরারস’ ছয় ওভারে সংগ্রহ করেছিল ১১৯ রান। অন্যদিকে প্রতিপক্ষ দীপংকর দীপনের ‘রানার ফাস্টিস’ দ্বিতীয় ইনিংসে নির্ধারিত ওভারে ১১২ রান করতে সক্ষম হয়। ৭ রানে ম্যাচটি জিতে ‘গিগাবাইট স্কোরারস’। এরপরই শুরু হয় তারকাদের মারামারির।

ইতোমধ্যে টুর্নামেন্টে মারামারি করা আহতদের রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *