সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমের কাছে সাকিব-তামিমের বন্ধুত্ব নেই বলে বোমা ফাঁটান। এর পর থেকে বিষয়টি নিয়ে চলছে সমালোচনা। ইংলিশদের বিরুদ্ধে সিরিজ হারের পর হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে সোমবার (৬ মার্চ) মাঠে নামে বাংলাদেশ। এদিন দলের প্রতি সাকিবের নিবেদন ছিলো চোখে পড়ার মতো। শেষ ওয়ানডে ম্যাচে ব্যাটে-বলে-আগ্রাসনে তিনি ছিলেন অনন্য। ম্যাচটিও শেষ মুহূর্তে জিতে নিলো বাংলাদেশ।তাইতো ম্যাচ শেষে ওই সাকিবের প্রশংসা করেছেন অধিনায়ক তামিম ইকবাল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে তামিম বলেছেন, ‘সাকিব ফেনোমেনাল ছিল। যেভাবে ব্যাটিং করেছে, বিশেষ করে শেষ দিকের ব্যাটারদের নিয়ে ওই ২০-২৫ রান খুব গুরুত্বপূর্ণ ছিল। বোলিংয়ের সময় উইকেটে তেমন স্পিন ছিল না। কিন্তু সে যেভাবে বোলিং করেছে, সত্যিই দুর্দান্ত ছিল। যা তাইজুলকেও আত্মবিশ্বাস দিয়েছে। সাকিবের সঙ্গে ও (তাইজুল) কথাও বলেছে। ফ্যান্টাসটিক পারফরম্যান্স ছিল।’
সাকিব চাপে ভালো পারফরম্যান্স করে বলেও উল্লেখ করেছেন তামিম, ‘আমি মনে করি, সাকিব মানসিকভাবে খুব শক্ত, স্কিলসেটও দারুণ। বেশিরভাগ সময় দেখবেন সে চাপে এমন পারফরম্যান্স করে। অতীতেও করেছে। দশ ওভার বোলিং আবার ব্যাটিং খুব বেশি ক্রিকেটার এমনটা পারে না।’
সংবাদ সম্মেলনে সাকিবের প্রসংসা ও মাঠে ‘সাকিব ওই সাকিব’ বলে তামিমের ডাকসহ গত কয়েক দিনের ঘটনা পাল্টে দিয়েছে দৃশ্যপট। তাদের মধ্যে বেশ বোঝাপড়াও লক্ষ্য করা গেছে। এমন ঘটনার পর অনেকে প্রশ্ন তুলেছে বিসিবি বস না বুঝে এসব কথা সংবাদমাধ্যমে বলেছেন।
Leave a Reply