তারকা দম্পতি শাকিব খান-অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়। শাকিব-অপুর পথ উল্টো দিকে হলেও জয়ের প্রতি ভালোবাসার কমতি নেই তাদের। জয় যখনই সুযোগ পায় বাবার সঙ্গে সময় কাটায়, এমনকি মায়ের সঙ্গে থাকলেও। শাকিব খান বর্তমানে ওমানে রয়েছেন। আর সেখান থেকেই জয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেন কিংখান।
রবিবার (৫ মার্চ) ওমানের রাজধানী মাস্কটে ‘মাসকট বিটস’ অনুষ্ঠানের মঞ্চ মাতানোর আগে শাকিবকে ভিডিও কল করে জয়। ভিডিও কলে জয়ের পাশে থাকা অপু বিশ্বাসের কন্ঠও শোনা যায়। এ ঘটনার ভিডিও শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ওমানে শো এর আগে আব্রাহামের কল!’
ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটা ভাইরাল হয়েছে। অনেকেই বাবা-ছেলের এই সুন্দর মুহূর্তটি দেখে প্রশংসায় কমেন্ট বক্স ভরিয়েছেন। একজন লিখেছেন, ‘এটাই বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। বাবা হিসেবেও সেরা, হয়তো অন্য আট দশ জনের মতো প্রকাশ করেন না।’ আরেকজন লিখেছেন, ‘জয় এর সঙ্গে কথা বলা দেখে অনেক ভালো লাগলো, আপনি এভাবেই জয়কে ভালোবেসে যান, বাবা ছেলের সম্পর্ক যেন এভাবেই টিকে থাকে আজীবন।’
উল্লেখ্য, শাকিব খান ২০০৮ সালের ১৮ এপ্রিল অপু বিশ্বাসকে বিয়ে করেন। আট বছর পর নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে প্রকাশ করেন অপু। এরপর তাদের ডিভোর্স হয়ে যায়।
Leave a Reply