https://www.highperformancecpmgate.com/mpd7i4drgw?key=8c9246005c069d2f701e13c70787cd45
https://www.highperformancecpmgate.com/mpd7i4drgw?key=8c9246005c069d2f701e13c70787cd45

ভাত খাচ্ছিলেন মা, গাছ পড়ে নি.হত মেয়ে

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে নোয়াখালী সুবর্ণচর উপজেলায় একই পরিবারের ভাত খাচ্ছে মা এ সময় ঘরে গাছ পড়ে তার মেয়ে শিশুটি মারা যায়। মর্মান্তিক এ ঘটনায় শিশুটির মা আমেনা বেগম (২৫) নিহত শিশুর নাম স্নেহা (১)।

সে ওই উপজেলার পূর্ব চরবাটা গ্রামের হাবিবিয়া গ্রামের এডভোকেট আবদুল্লার মেয়ে। তবে ঘটনা পরিদর্শনে নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলামের এক ছবি রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রশংসায় ভাসছেন এসপি।নিহত শিশুটির মায়ের চিকিৎসার সেবা সকল খরচ বহন করবেন বলে জানান এসপি।

সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পূর্ব চরবাটা গ্রামের হাবিবিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি সন্ধ্যায় বিডি২৪লাইভকে নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম। তিনি বলেন, মর্মান্তিক এ ঘটনায় নিহত শিশুর মা আমেনা বেগম (২৫) আহত

হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।স্নেহা নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় মা ভাত খাচ্ছিলেন। রাত ২ টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারী বাতাসে বসত ঘরের পাশে থাকা একটি গাছ উপড়ে এসে তাদের ঘরের ওপর পড়ে। এতে ঘরটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘরে থাকা স্নেহা ও তার মা চাপা পড়ে।

এ ঘটনায় ঘটনাস্থলে মারা যায় স্নেহা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ তার দাফন করা হচ্ছে।নিহত শিশুটির মায়ের সকল যাবতীয় খরচ পুলিশ প্রশাসন ও ব্যক্তিগতভাবে সহযোগিতা করা হবে।

Leave a Comment

https://www.highperformancecpmgate.com/mpd7i4drgw?key=8c9246005c069d2f701e13c70787cd45