https://www.highperformancecpmgate.com/mpd7i4drgw?key=8c9246005c069d2f701e13c70787cd45
https://www.highperformancecpmgate.com/mpd7i4drgw?key=8c9246005c069d2f701e13c70787cd45

বুবলীকে নিয়ে বান্দরবানে সাইমন

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সাইমন সাদিক ও অভিনেত্রী শবনম বুবলী। দু’জনেই চুক্তিবদ্ধ হয়েছেন ‘চাদর’ সিনেমায়। আর সেই সিনেমার শুটিংয়ের জন্য এবার বান্দরবান পাড়ি জমালেন এই জুটি।

শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৫টা ফেসবুকে দুটি ছবি পোস্ট করে এই তথ্য জানান সাইমন। এ সময় তার পোস্ট করা ছবিতে শবনম বুবলীকেও দেখা যায়।সাইমন ছবির সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘চাদর সিনেমার গানের শুটিং এ যাই’। শুটিংয়ের জন্য প্রথমে আকাশ পথে চট্টগ্রাম যান সিনেমার প্রধান দুই তারকা সাইমন-বুবলী। পরে সেখান থেকে বান্দরবান যান তারা।

জানা গেছে, বান্দরবানের বিভিন্ন মনোরোম লোকেশনে টানা ৩ দিনের শুটিং হবে চাদর সিনেমার একটি গানের। এ জন্য শুটিংয়ে অংশ নিতে সাইমন-বুবলী ও নির্মাতাসহ পুরো টিম বান্দরবান যান। সেখানে শুটিং শেষে আগামী ২৫ অক্টোবর রাজধানী ঢাকায় ফেরার কথা তাদের।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রযোজনীয় ‘চাদর’ সিনেমা পরিচালনা করছেন নির্মাতা জাকির হোসেন রাজু। আর এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটিবদ্ধ হলেন সাইমন ও বুবলী।

চাদর সিনেমায় সাইমন-বুবলী ছাড়াও অভিনয় করেছেন মনিরা মিঠু, রাশেদ মামুন অপু প্রমুখ।চাদর সিনেমার জন্য বিএফডিসিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ৭০ লাখ টাকা অনুদান দিয়েছে।

Leave a Comment

https://www.highperformancecpmgate.com/mpd7i4drgw?key=8c9246005c069d2f701e13c70787cd45