https://www.highperformancecpmgate.com/mpd7i4drgw?key=8c9246005c069d2f701e13c70787cd45
https://www.highperformancecpmgate.com/mpd7i4drgw?key=8c9246005c069d2f701e13c70787cd45

বিশ্বকাপের আগে হঠাৎ আর্জেন্টিনা দলে পরিবর্তন

৪১ সদস্য নিয়ে শুরু করে এর পর কমিয়ে ৩১ জনে নিয়ে আসেন লিওনেল স্কালোনি। জানিয়ে দেন বিশ্বকাপ স্কোয়াডের চূড়ান্ত দলের আগে কাটছাঁট হবে আরও পাঁচজনের।

কথামতো পাঁচজনকে ছেঁটে ২৬ সদস্যের দল নিয়ে মধ্যপ্রাচ্যে গেছেন স্কালোনি। সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতি ম্যাচও খেলল আর্জেন্টিনা।তবে এরই মধ্যে ইনজুরি সমস্যা সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়াল দলটিতে। ইনজুরিতে পড়েছেন সবশেষ ম্যাচে গোলের দেখা পাওয়া হোয়াকিন কোররেয়া। বিশ্বকাপ স্কোয়াড থেকেই ছিটকে পড়লেন তিনি।

এর আগে পেশির চোটে ছিটকে গেছেন নিকোলাস গঞ্জালেস।বৃহস্পতিবার এক বিবৃতিতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, আর্জেন্টিনা দলের ২৬ সদস্যের স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছে। চোটের কারণে বিশ্বকাপ শেষ হোয়াকিন কোররেয়ার। তার বদলে দলে সুযোগ পেয়েছেন তিয়াগো আলমাদা।

উল্লেখ্য, আর্জেন্টিনার হয়ে তিয়াগোর মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বজয়ের মিশন শুরু করবে লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপের ‘সি’ গ্রুপে এর পর দলটি খেলবে মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে।

Leave a Comment

https://www.highperformancecpmgate.com/mpd7i4drgw?key=8c9246005c069d2f701e13c70787cd45