কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বিয়ে, প্রেম, অভিনয়, সন্তান— সব নিয়েই বরাবর সোজা । একমাত্র মেয়ে অন্বেষাকে তৈরি করেছেন সেভাবেই। রাখঢাকে খুব একটা বিশ্বাসী নন অভিনেত্রীর মেয়ে।
এবার নিজের প্রেমিকের সঙ্গে পরিচয় করালেন অন্বেষা। তাদের সম্পর্কের বর্ষপূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমিকের সঙ্গে একগুচ্ছ ছবি দিলেন স্বস্তিকার মেয়ে। সেই ছবিতে মন্তব্য করলেন স্বস্তিকাও।
এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে এক প্রতিবেদনে জানানো হয়, কলকাতার ছেলে শ্লোক চন্দন স্বস্তিকার মেয়ের প্রেমিক। তাদের ভালোবাসার বর্ষপূর্তিতে অন্বেষা প্রেমিকের উদ্দেশে লেখেন, ‘বছরপূর্তির ভালোবাসা, একটা বছর যেন কোনো সফরের থেকে কম না। ওই প্রতিটা ঝগড়া, সব কিছুর জন্য ধন্যবাদ, যে কারণে আমরা ফিরে ফিরে আসি।’
স্মৃতিচারণা করেন অভিনেত্রীর মেয়ে লেখেন, ‘যে বেলুনটা তুমি আমায় কিনে দিয়েছিলে, সেটা আজও হাওয়ায় ভরা কি না তা জিজ্ঞেস করেছিল মা, আমি উত্তর দিয়েছিলাম, ভালবাসায় ভরা। শুনে প্রায় চোখ উল্টে ফেলছিল মা।’
সেই পোস্টের শেষে অন্বেষা আরও লেখেন, ‘আর এক মাস, তার পর বাড়ি ফিরব। একসঙ্গে থাকব।’মেয়ের এই পোস্টের নিচে স্বস্তিকা লিখেন, ‘তা হলে আমি বাড়িতে থাকব কী ভাবে?’
Leave a Reply