নেত্রকোনার পূর্বধলায় ২১ বোতল মদ নিয়ে একজন আটক

নিজস্ব প্রতিবেদনঃ

নেত্রকোনা জেলাধীন পূর্বধলা উপজেলায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২১ বোতল মদসহ একজনকে আটক করেছে পূর্বধলা থানার দায়িত্বরত পুলিশ।ঘটনাটি ঘটেছে পূর্বধলা সদর ইউনিয়নের চৌরাস্তা বাজার এলাকায় ১ লা অক্টোবর, রবিবার সকাল ৮:৪০ মিনিটে।

কর্তব্যরত পুলিশ এসআই আমিনুল ইসলাম ও এস আই মোঃ শওকত আলী চৌরাস্তা বাজারের নূর মোহাম্মদ নামক এক ব্যক্তির চায়ের দোকানের সামনে মদের বোতল বহনকারী ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তি  মো: সোহাগ মিয়া (৩৩) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মধ্য পাকুন্দিয়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

পরে এ ব্যাপারে এসআই শওকত আলী নিজে বাদী হয়ে ১৯৭৪সালের বিশেষ ক্ষমতার আইনে একটি মামলা দায়ের করেন এবং আদালতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে পূর্বধলা থানার চৌকস অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম ইসলামের কাছে জানতে চাওয়া হলে, তিনি বলেন, মোটরসাইকেলে করে ভারতীয় মদ নিয়ে যাওয়া হচ্ছে এমন একটি গোপন সংবাদ ভিত্তিতে এসআই আমিনুল ইসলাম ও এস আই মো:শওকত আলী ফোর্স নিয়ে ২১ বোতল ভারতীয় মদ (যার আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা) সহ সোহাগকে আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *