নেত্রকোনার পূর্বধলায় পুনরায় ভারতীয় ২৬ বোতল মদসহ গ্রেপ্তার ৩

আনোয়ার হোসেন রিদয়

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় ২৬ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ মদসহ তিনজনকে গ্রেপ্তার করে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাগণ।গ্রেপ্তারকৃতরা (১)মোঃ জুবাইদ (২৫)দুর্গাপুর উপজেলার কালিকাপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে (২)মোঃ ইনসান আলী (১৯) ও(৩)সুমন মিয়া(২০) উভয়ই কলমাকান্দা উপজেলার রাধানগর গ্রামের আব্দুল মজিদ ও মোহাম্মদ আব্দুল মালেকের ছেলে ।

জানা যায়, নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো.ফয়েজ আহমেদ এর নির্দেশনায় ও পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে পূর্বধলা থানার পুলিশ দুটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এসআই মোঃ শফিউল্লাহ ও এসআই মোঃ ফারুক মিয়া ১ লা অক্টোবর, দুপুর ১২ টা থেকে শ্যামগঞ্জ -দুর্গাপুর রোডে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি টেকিং করার সময় আতকাপাড়া সাকিনস্থ আব্দুল খালেকের চায়ের দোকানের সামনে বেলা ২ টায় দুর্গাপুর দিক হতে ঢাকাগামী ধ্রুব (ঢাকা,মেট্রো ব ১৫-৩৯০৬)নামক যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৬ বোতল ভারতীয় মদ বহনকারীদের গ্রেপ্তার করে।

পরবর্তীতে এস আই এস.এম. শফিউল্লাহ নিজে বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা রজু করে। এ ব্যাপারে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভারতীয় তৈরি ২৬ বোতল মদসহ তিন জনকে আটক করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করে পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *