আওয়ামী লীগ কোনো বিলাসী রাজনীতি করে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল বলেছিলেন- ‘আওয়ামী লীগ বিলাসী জীবনযাপনের জন্য রাজনীতি করে’। পকেটের রাজনীতি করে বিএনপি, শেখ হাসিনার সরকার জনকল্যাণে রাজনীতি করে।আজ শুক্রবার (১০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি যে গণআন্দোলনের সূচনা করেছে, সেই আন্দোলনে যখন ভাটার টানে ম্রিয়মান হয়ে পড়ে, তখন তারা আসলে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে যায় এবং আবোল তাবোল বকে। বিএনপি যখন ক্ষমতার ছিল, সে সময় তারা বিলাসী জীবনযাপন করেছে, এখনও তাদের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে বসে পলাতক অবস্থায় আয়েশি জীবনযাপন করছেন। সেখানে তাদের আয়েশি জীবন-যাপনের কথা আওয়ামী লীগকে বলা শোভা পায় না। তারা নিজেদের পকেটের উন্নয়নের রাজনীতি করেন এবং শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করেন।
খালেদা জিয়ার রাজনীতির বিষয়টা আদালতের এখতিয়ার উল্লেখ করে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী মানবিক কারণে তাকে বাসায় থাকতে দিয়েছে। এর অর্থ এ নয় যে, তার সাজা বাতিল হয়ে গেছে। তিনি রাজনীতি করবেন নাকি নির্বাচন করবেন, সেটা আদালতের বিষয়।
এ সময় ডাকসু নির্বাচন না করা প্রশাসনের ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ডাকসু নির্বাচন প্রতিবছরই হয়। এটা করতে না পারা প্রশাসনেরই ব্যর্থতা। এতে আওয়ামী লীগের কোনো হস্তক্ষেপ নেই বলেও জানান তিনি।
Leave a Reply