https://www.highperformancecpmgate.com/mpd7i4drgw?key=8c9246005c069d2f701e13c70787cd45
https://www.highperformancecpmgate.com/mpd7i4drgw?key=8c9246005c069d2f701e13c70787cd45

নায়িকা বুবলির ছেলের নাম শেহজাদ খান

বেবি বাম্পের ছবি প্রকাশের পর আলোচনায় ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। তবে বিয়ে ও সন্তানের বিষয়ে কোনো কিছু খোলাসা করেননি তিনি। সেই ছবি ঘিরে রহস্য চলচ্চিত্রপাড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ট্রেন্ডিংয়ে রয়েছে এই ঘটনা।

সবাই কৌতুহলী হয়ে জানতে চাইছেন বুবলীর সন্তানের বিষয়ে। কবে মা হলেন বুবলী, কে সেই সন্তানের বাবা? তবে এসব নিয়ে মুখ খুলছেন না বুবলী। ২৭ সেপ্টেম্বর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি আরও কিছুদিন সময় চাই। এসব নিয়ে কথা বলতে আমার আরও প্রস্তুতি দরকার। তবে এটুকু বলবো

আমি মুসলিম, আমাদের যা কিছু হয়েছে সামাজিকভাবে।’বুবলী বলেন, ‘আজ যেহেতু অন্য একটি সিনেমার শুটিংয়ে আছি, তাই আমার ব্যক্তিগত বিষয় নিয়ে তাদের বিরক্ত করতে চাচ্ছি না। যেহেতু বিষয়টা সেনসিটিভ, আমি কয়েকদিনের মধ্যে সবকিছু আপনাদের জানাবো।’সূত্র মতে, ২০২০

সালের ফেব্রুয়ারিতে বরেণ্য নির্মাতা কাজী হায়াতের ‘বীর’ সিনেমা মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে শেহজাদ খান নামে এক পুত্র সন্তানের জন্ম হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক বুবলীর এক ঘনিষ্ঠজন জানান, বুবলীর ছেলে শেহজাদ খানের বয়স এখন দুই বছরের বেশি।

Leave a Comment

https://www.highperformancecpmgate.com/mpd7i4drgw?key=8c9246005c069d2f701e13c70787cd45