https://www.highperformancecpmgate.com/mpd7i4drgw?key=8c9246005c069d2f701e13c70787cd45
https://www.highperformancecpmgate.com/mpd7i4drgw?key=8c9246005c069d2f701e13c70787cd45

ছেলে সমকামী হলে সজোরে থাপ্পড় মারতাম: রাকুল প্রীত

দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও খ্যাতি পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। এবার এই অভিনেত্রীকে নিয়ে শুরু হয়েছে নতুন এক বিতর্ক। তবে নতুন এই বিতর্কের কারণটি নতুন নয়। এটি বেশ পুরনো।

সমকামী সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে অভিনেত্রীর প্রতিক্রিয়া জানানোর কারণেই এই বিতর্কের সূত্রপাত হয়েছে। প্রশ্নে রাকুলের উত্তর শুনে চমকে গিয়েছেন তার ভক্তরা। ভক্তদের মনে প্রশ্ন উঠেছে সমকামীদের কি নিচু চোখে দেখেন তিনি? বিতর্কের কারণ একটি ভিডিও।

‘এতে দেখা যায় মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় থাকাকালীন প্রশ্নোত্তর পর্বে রাকুলের কাছে জানতে চাওয়া হয়, আপনি যদি হঠাৎ আবিষ্কার করেন আপনার ছেলে একজন সমকামী, তা হলে কী করবেন?’জবাবে রাকুল বলেন, ‘সজোরে থাপ্পড় মারব।’

রাকুলের এই উত্তরে ভক্তরাদের পাশাপাশি তার অনেক সহকর্মীও অবাক হয়েছিলেন। এ অভিনেত্রীর এমন মন্তব্যে অনেকেই প্রশ্ন তুলেছেন, অভিনেত্রীর মানসিকতা ও তার শিক্ষাদীক্ষা নিয়েও।বিচারকদের রাকুল বলেছেন, ‘পরে হয়তো আমি মেনেও নেব। কারণ, আমি মনে করি যৌনসঙ্গী বেছে নেওয়ার সিদ্ধান্ত ব্যক্তিগতই হওয়া উচিত। তবে আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, তবে আমি বিপরীত লিঙ্গের মানুষকেই সঙ্গী হিসেবে বেছে নেওয়ার পক্ষপাতী।’ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পুরনো এই ভিডিও নতুন করে প্রকাশ্যে আসার কারণেই বেশ বিপদেই পড়েছেন রাকুল।

Leave a Comment

https://www.highperformancecpmgate.com/mpd7i4drgw?key=8c9246005c069d2f701e13c70787cd45