‘ঘুমের মধ্যে’ মারা গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রনি

ঘুমের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছেমঙ্গলবার (৩ অক্টোবর) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক সুব্রত প্রামাণিক।

ওই শিক্ষার্থীর নাম ফরহাদ হোসেন রনি। তার বাসা কুমিল্লা জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি মাদার বখ্শ হলের আবাসিক ছাত্র ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, রনি তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন। তার বাবা স্কুলে শিক্ষকতা করেন। গত আগস্টে স্নাতক শেষ হওয়ায় ঢাকার মিরপুর-১ এ একটি মেসে থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন রনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত প্রামাণিক বলেন, রনির মৃত্যুর বিষয়টি তার সহপাঠীরা ফোন করে জানিয়েছে। মৃত্যুর কারণ এখনো অস্পষ্ট। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাকিটা রিপোর্ট থেকে বিস্তারিত জানা যাবে।

রনির সহপাঠী মামুন বলেন, ‘রাতে সে ঘুমিয়ে ছিল। কিন্তু সকাল হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। তার রুমমেট কয়েকবার ডাকলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। দুপুরবেলা ডাক দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে সন্ধ্যা বেলায় মেসের কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকে ঘুমের মধ্যেই রনির মৃত্যু হয়েছে। তার মা-বাবা হাসপাতালে এসেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *