পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ও বিধানসভার নির্বাচিত বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সম্পর্কের খবর নতুন নয়। যদিও দুজনের কেউই তাদের সম্পর্ক নিয়ে কখনো মুখ খুলে কিছু বলেননি। কিন্তু কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছিলেন। এমনকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি।
তবে কাঞ্চন ও শ্রীময়ী দুজনেই প্রেমের কথা অস্বীকার করেছিলেন। তারা বলেছিলেন, তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। টালি পাড়ায় গুঞ্জন ছিলো, দোলপূর্ণিমায় একসঙ্গে আবির মেখেছেন কাঞ্চন ও শ্রীময়ী। বাস্তবেও তেমনটিই ঘটেছে। হোলিতে একসঙ্গে রং খেলেছেন তারা। সোশ্যাল মিডিয়ায় দুজনের পোস্ট থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কারণ তাদের দুজনের ছবিতেই ব্যাকগ্রাউন্ড এক! দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, বিধানসভা ও সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন কাঞ্চন মল্লিক। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির পুজার সিনেমা ‘রক্তবীজ’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। অন্যদিকে, সিরিয়ালের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন ‘কৃষ্ণকলি’ খ্যাত টেলিভিশন অভিনেত্রী শ্রীময়ী।
Leave a Reply