https://www.highperformancecpmgate.com/mpd7i4drgw?key=8c9246005c069d2f701e13c70787cd45
https://www.highperformancecpmgate.com/mpd7i4drgw?key=8c9246005c069d2f701e13c70787cd45

এবার ভক্তদের সুখবর দিলেন অপু বিশ্বাস

আবারো কাজে মনোযোগ দিয়েছেন ঢালিউড সুপারস্টার অপু বিশ্বাস। শাকিব-বুবলী বিতর্ক উপেক্ষা করে এবার ভক্তদের জন্য সুখবর দিলেন তিনি। দেশের জনপ্রিয় এই অভিনেত্রীর অভিনীত চলচ্চিত্র ‘ঈশা খা’ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দেশের ১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

জানা গেছে, ‘ঈশা খা’ সিনেমাটি বাংলার বারো ভূঁইয়াদের নেতা ঈশা খান এবং তার সময়ের ঘটনা অবলম্বনে নির্মিত। এতে ঈশা খানের চরিত্রে অভিনয় করছেন তায়েব। তার বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। সিনেমাটিকে বিখ্যাত ‘বাহুবলী’ সিনেমার সঙ্গে তুলনা করেছেন অভিনেতা ডি এ তায়েব।

ডি এ তায়েব বলেন, ‘‘আমাদের সিনেমাটি ১৮টি বড় হলে মুক্তি পেয়েছে। যেহেতু ‘অপারেশন সুন্দরবন’ এবং ‘বিউটি সার্কাস’ অনেক হলে চলছে, কিছু হলো আপাতত পাওয়া যাচ্ছে না। তবে হলের সংখ্যা বাড়বে।’’

‘ঈশা খা’ সিনেমাটি নির্মাণ করেছেন দয়াল রহমান। সিনেমাটিতে ডি এ তায়েব ও অপু বিশ্বাস ছাড়াও আরো অভিনয় করেছেন রেবেকা, ডন, তামান্না প্রমুখ। এটি প্রযোজনা করেছে এসজি প্রোডাকশনস।

Leave a Comment

https://www.highperformancecpmgate.com/mpd7i4drgw?key=8c9246005c069d2f701e13c70787cd45