https://www.highperformancecpmgate.com/mpd7i4drgw?key=8c9246005c069d2f701e13c70787cd45
https://www.highperformancecpmgate.com/mpd7i4drgw?key=8c9246005c069d2f701e13c70787cd45

এবার বধূ সাজে সামনে এলেন বুবলী

হুট করেই বেবিবাম্পের ছবি পোস্ট করেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরপরই শুরু হয় তাকে নিয়ে চর্চা। অথচ বুধবার সেই বুবলী এলেন বধু সাজে। পরনে লাল শাড়ি, কপালে টিকলি, হাত ও গলাভর্তি গয়নায় পুরো বাঙ্গালী বধু।

বৃহস্পতিবার সকালে ব্রাইডাল ফটোশুটের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন বুবলী। যে ভিডিওতে বিয়ের সাজের পাশাপাশি পার্টি সাজেও পাওয়া গেছে আলোচিত এ অভিনেত্রীকে।

জানা গেছে এটি বিয়ের ফটোশুটেরর ভিডিও। এর পেছনে নির্দেশনায় ছিলেন নাজমুল হাসান। প্রায় ৪ মাস আগে একটি ফ্যাশন হাউসের জন্য এই ব্রাইডাল ফটোশুটটি করেছিলেন বুবলী। ছবিগুলো ম্যাগাজিনে ছাপাও হয়েছিল।

এর আগে মঙ্গলবার ‘বেবি বাম্পের’ ছবি প্রকাশ করে হইচই ফেলে দিয়েছেন বুবলী। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুবলী জানিয়েছেন, বিষয়টি কয়েক দিনের মধ্যেই পরিষ্কার করবেন।

বুবলী বলেছেন, ‘বিষয়টি নিয়ে কয়েক দিনের মধ্যে সবার সঙ্গে কথা বলব। অনুগ্রহ করে সবকিছু না জেনে ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ করবেন না। এটি খুব স্পর্শকাতর একটি বিষয়। সবকিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে, সবকিছুই সুন্দর-শালীনভাবে হয়েছে। আমি কয়েক দিনের মধ্যেই আপনাদের পরিষ্কার করব। আপনারা ভুল ব্যাখ্যা দেবেন না।’

Leave a Comment

https://www.highperformancecpmgate.com/mpd7i4drgw?key=8c9246005c069d2f701e13c70787cd45