একবাক্যে বুবলীকে ঘৃণা করি: অপু বিশ্বাস

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। তাঁকে ঘিরে চলচ্চিত্রাঙ্গনে আলোচিত আরও দুই নাম—অপু বিশ্বাস ও শবনম বুবলী। এই দুই চিত্রনায়িকাই ছিলেন শাকিব ঘরণী। অতীতের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এখনও তাঁদের মধ্যে আদায়-কাঁচকলায় সম্পর্ক। বিভিন্ন সময়েই এক অন্যেকে নিয়ে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মন্তব্য করেছেন। এতে তাঁদের সম্পর্ক ক্রমাগত আরও জটিল হয়েছে। এবার বুবলীকে পছন্দ করেন না বলে মন্তব্য করেছেন অপু বিশ্বাস।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেল অনুষ্ঠানে হাজির হয়ে বুবলী প্রসঙ্গ উঠতেই অপু বিশ্বাস একবাক্যে বলেন, ‘ওনাকে আমি ঘৃণা করি।’ শুধু তাই নয়, ওই অনুষ্ঠানে বুবলীকে ‘ঘৃণা করি’ বাক্যটি পরপর তিনবার বলেছেন এই নায়িকা। অপু বিশ্বাস বলেন, ‘আমাকে নিয়ে তার কী মন্তব্য গন্তব্য জানার সময় নেই। একবাক্যে তাকে আমি ঘৃণা করি। ইংলিশে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়।’

বুবলীকে নিয়ে অপু আরও বলেন, ‘ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাঁধে। জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। এটা আমার জন্য ম্যাটার করে না। ওনাকে আমি ঘৃণা করি।’দশমীতে পূজা দিলেন সুখবরদশমীতে পূজা দিলেন সুখবরবর্তমানে একই স্কুলে পড়াশোনা করছে বুবলীপুত্র শেহজাদ খান বীর ও অপুপুত্র আব্রাম খান জয়। মাঝেমধ্যেই ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যান অপু বিশ্বাস। সেখানে বুবলী বা বীরের সঙ্গে দেখা হয় কি না, এমন প্রশ্নে এই নায়িকা জানান, এখন পর্যন্ত তেমন কোনো পরিস্থিতি হয়নি।

এ সময় বীরকে নিজের সন্তান মন্তব্য করে অপু বলেন, ‘জয়ের মতো যারা আছে সবাই আমার সন্তানের মতো। জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান। আমি তাকে অনেক পছন্দ করি। কাছ থেকে দেখেছি। সে খুবই কিউট, মাশাল্লাহ! তাকে আমি মন থেকে অনেক দোয়া করি।’

বাবা হিসেবে শাকিব খান ও তাঁর দুই সন্তান প্রসঙ্গে অপু বলেন, ‘আগেও বলেছি শাকিবের পৃথিবী এখন একটাই। সেই পৃথিবীতে আছে তার দুই সন্তান জয় এবং বীর। সেখানে এখন আর কেউ এন্ট্রি নিতে পারবে না। দুই সন্তানের কারণে শাকিবের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। সে আগের চেয়ে অনেক বেশি সাইলেন্ট হয়েছে এবং দায়িত্ববান হয়েছে। বাবা হিসেবে শাকিবের এই পরিবর্তন ও চিন্তাধারাকে আমি সবসময় রেসপেক্ট এবং সম্মান জানাই।’

এছাড়া ব্যক্তিজীবন ও ক্যারিয়ারে উত্থান পতনে কেমন আছেন অপু বিশ্বাস? জানতে চাইলে এই চিত্রনায়িকা বলেন, ‘শুধু আমি কেন পৃথিবীরও উত্থান পতন আছে। পৃথিবীতে কোভিডের মতো দুর্যোগ এসে চলে গেছে। এছাড়া ঝড়, ভূমিকম্প আসছে। পৃথিবী সবকিছু কাটিয়ে তার নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে। মানুষের জীবনেও আসে। সবকিছু কাটিয়ে মানুষ ভালো থাকে। আমি পৃথিবীর বাইরে নই। আমিও ভালো আছি। সবকিছু নিয়েই জীবনের সার্থকতা। আজ পর্যন্ত সবার দোয়া এবং দর্শকদের সাপোর্টে কাজ করে যাচ্ছি, এর থেকে ভালো আর কী হতে পারে!’

প্রসঙ্গত, ২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান আব্রাম খান জয়। এর কয়েক বছর পর প্রকাশ্যে আসে শাকিব খান-শবনম বুবলীর বিয়ের খবর। অপুর মতো তিনিও সন্তান নিয়ে হাজির হন প্রকাশ্যে। শাকিব-বুবলীর সন্তান শেহজাদ খান বীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *