ঢাকায় সিনেমার জনপ্রিয় মুখ পূজা চেরি। ক্যারিয়ারে এখন পর্যন্ত প্রায় সবগুলো
সিনেমা পেয়েছে সুপারহিটের তকমা। কাজ নিয়েই সবসময় ব্যস্ত থাকেন তিনি।
তবে ব্যস্ততা থেকেই অবসরে সময় কাটান সোশ্যালে। ফেসবুকে সক্রিয় হওয়ায় মাঝে মাঝে সেখানে ব্যক্তিগত মতমত ও বিভিন্ন পছন্দের জিনিসও তুলে ধরেন।
শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) ভেরিফাইড পেজে সূর্যমুখী ফুলের সাথে তোলা একাধিক ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লেখেন, ‘একটি হাসি যেকোনো মুখকে সুন্দর করে তোলে’
Leave a Reply