https://www.highperformancecpmgate.com/mpd7i4drgw?key=8c9246005c069d2f701e13c70787cd45
https://www.highperformancecpmgate.com/mpd7i4drgw?key=8c9246005c069d2f701e13c70787cd45

আবারো বিয়ের পিড়িতে অভিনেতা সিদ্দিক

ছোটপর্দার প্রিয় মুখ সিদ্দিকুর রহমান। যদিও বেশ অনেক দিন পর্দায় দেখা মেলেনি তার। মাঝে ভালোবাসার মানুষ মারিয়া মিমের সঙ্গে দীর্ঘ ৭ বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। তারপর একাই ছিলেন তিনি। তবে আবারো বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেতা।

বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।বিয়ের পিড়িতে সিদ্দিকবৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুকে গায়ে হলুদের সাজে বেশকিছু ছবি পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ, অবশেষে আজ গায়ে হলুদ, কাল বিয়ে।

ছবিতে দেখা যায় বেশ জাকজমকের সাথেই বিয়ের প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা।উল্লেখ্য, এর আগে ২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম বিয়ে করেন অভিনেতা সিদ্দিককে।

২০১৩ সালের ২৫ জুন তাদের সংসার আলো করে আসে পুত্রসন্তান আরশ হোসেন। তবে ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তারপর থেকে পুত্রকে নিয়ে আলাদা থাকছেন মিম।

Leave a Comment

https://www.highperformancecpmgate.com/mpd7i4drgw?key=8c9246005c069d2f701e13c70787cd45